Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ জন আটক

পাবনা জেলা ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ৮:৩৮ পিএম

পাবনার ঈশ্বরদীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১২ , সিপিসি-২ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩জনকে আটক করেছে। আটকৃতদের মধ্যে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই সংগঠনের কর্মী-সমর্থক রয়েছেন। সোমবার গভীর রাতে ঈশ^রদী উপজেলার চান্নার মোড় ও ইস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ পাবনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ জানানো হয়, ঈশ^রদীর চান্নার মোড় এলাকায় মৃত চান্না খানের পুত্র আরিফ খানকে গ্রেফতারে সোমবার রাতে অভিযান চালায় র‌্যাব। এ সময় নিজ বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আরিফকে আটক করা হয়। পরে আরিফের স্বীকোরোক্তি অনুযায়ী উপজেলার ইস্তা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি সহ ঐ এলাকার আলমগীর হোসেনের পুত্র সানোয়ার এবং আলহাজ্ব মোড় এলাকা থেকে ২টি পাইপগান, ৩৪ টি কার্তুজ, ৯ রাউন্ড গুলিসহ সাহাপুর গ্রামের নায়েব আলীর পুত্র হারুন- অর রশিদকে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ জন আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ