পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রযুক্তি হস্তান্তর মতবিনিময় সভা ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের চাঁদ আলী মোড়ের কেন্দ্রীয় অফিসে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা এবং স্বনামধন্য কৃষকেরা এই মতবিনিময় সভায় অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভূতী ভূষণ সরকার, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা।
বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক ছিদ্দিকুর রহমান ময়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ফজলুল করিম, কৃষি তথ্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা; ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ ও অ্যাডভোকেট এবং সফল কৃষক আয়ুব আলী। এছাড়া আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় মৎস্য পদকপ্রাপ্ত কৃষক হাবিবুর রহমান মাছ হাবিব, বঙ্গবন্ধু জাতীয় পদকপ্রাপ্ত কৃষক তোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু জাতীয় পদকপ্রাপ্ত কৃষক হাসান আলী, আব্দুল বারী ওরফে কপি বারী, আব্দুল কাদের ওরফে কলা কাদের, নিজাম উদ্দিন, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক কৃষাণী বেলী বেগম, সহ-সম্পাদক নার্গিস সরকার ও হাসিবুর রহমান বাঘা বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাতীয় কৃষক আব্দুল জলিল কিতাব মÐল । বক্তারা বলেন, কৃষির ওপর এদেশ নির্ভরশীল। একমাত্র কৃষিই দেশকে এগিয়ে নিয়েছে। আধুনিক কৃষির কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে নতুন নতুন ফসলের চাষ ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এরপরও এদেশের কৃষকেরা আজ অবহেলিত। রোদ-বৃষ্টিতে ভিজে মাঠে ফসল ফলানোর পর বাজারে তার সঠিক মূল্য পাওয়া যায় না। এতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়। ফসলের সঠিক মূল্য না পাওয়াতে ইতোমধ্যে অনেক কৃষক পথে বসেছেন। তাদের খামার বন্ধ হয়ে গেছে। বাজারে মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক সার ও কীটনাশক অহরহ বিক্রি হচ্ছে এ থেকে সকল কৃষককে সাবধান হতে হবে। কৃষির উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাওয়াতে ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক কৃষক তা পরিশোধ করতে পারছেন না। ব্যাংকের সুদ মওকুফ করে নতুনভাবে ঋণ দিয়ে খামার পরিচালনার জন্য সভা থেকে বক্তারা সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।