Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারাবাহিকে ব্যস্ত স্নিগ্ধা শ্রাবণ

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চলতি সময়ে টিভি নাটকে যারা কাজ করছেন তাদের মধ্যে মঞ্চের সাথে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে স্নিগ্ধা শ্রাবণ ব্যতিক্রম। মঞ্চের পাশাপাশি তিনি টিভি নাটকেও অভিনয় করে যাচ্ছেন। এরইমধ্যে স্নিগ্ধা সৈয়দ শাকিলের নির্দেশনায় নতুন ধারাবাহিক নাটক ‘সোনার শেকল’-এর কাজ শুরু করেছেন। একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন। স্নিগ্ধা বলেন, ‘এর আগে শাকিল ভাইয়ের শান্তি অধিদপ্তর নাটকে কাজ করেছি। কাজটি করে নতুন অভিনেত্রী হিসেবে বেশ সাড়া পেয়েছি আমি। নতুন ধারাবাহিকটির চরিত্র নিয়ে আমি বেশ সন্তুষ্ট। আশা করি, ধারাবাহিকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ ২০১২ সালের শেষপ্রান্তে ‘দৃষ্টিপাত নাট্যসংসদ’র সাথে সম্পৃক্ত হন স্নিগ্ধা শ্রাবণ। ‘দৃষ্টিপাত নাটসংসদ’ প্রযোজিত ‘নাগর আলীর কিচ্ছা’ ও ‘কয়লা রঙ্গের চাদর’ নাটক দুটিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। ‘নাগর আলী কিচ্ছা’র চারটি নারী চরিত্রেই ধাপে ধাপে তিনি অভিনয় করেছেন এবং ‘কয়লা রঙ্গের চাদর’ নাটকে তিনি অভিনয় করেন সাথী চরিত্রে। দুটি নাটকই রচনা ও নির্দেশনা দেন ম আ সালাম। এর বাইরে স্নিগ্ধা শ্রাবণ পথ নাটক ‘জোড়াতালি’তেও অভিনয় করেন। এটি রচনা করেছেন ম আ সালাম এবং নিদের্শনা দেন কাজী আনিস। এই নাটকে একজন ‘বীরাঙ্গনা’র চরিত্রে স্নিগ্ধার অভিনয় প্রশংসিত হয়েছে। মঞ্চ নাটকে অভিনয়ের সুবাদেই স্নিগ্ধা শ্রাবণ কাজ করার সুযোগ পান জুয়েল মাহমুদের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘আকাশ মেঘে ঢাকা’ এবং ‘বধু কেন মন বোঝেনা’তে। পরিচালকের ভাষ্যমতে এই দুটি নাটকেই স্নিগ্ধা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি এস এ হক অলিকের ‘সোনার সুতো’, ‘লেডিস ফার্স্ট’ এবং শাহাদাৎ হোসেন সুজনের ‘শোধ’ ধারাবাহিকে কাজ করেন। এখন দুটি ধারাবাহিকে কাজ করছেন। নাটক দুটি হচ্ছে সকাল আহমেদ’র ‘বাবুই পাখির বাসা’ এবং অরণ্য আনোয়ারের ‘দহন’। এরইমধ্যে অরণ্য আনোয়ারের নির্দেশনায় খÐ নাটক ‘গোধূলী ও নীরবতার গল্প’তে অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক

২৪ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ