প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীর বরাবরই ধারাবাহিক, একক নাটক ও টেলিফিল্মে ভিন্ন ধরনের গল্প উপস্থাপন করেন। ইতোমধ্যে তার নির্মিত ধারাবাহিক বয়রা পরিবার, চাপাবাজ, রঙিন দুনিয়া, নন্দিনী, কথা কাজে মিল নেই ধারাবাহিকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। তার নাটকে বরাবরই শিল্পীদের নিয়ে চমক থাকে। এই চমকের অংশ হিসেবে সম্প্রতি নির্মাণ করেছেন সামাজিক প্রেক্ষাপটের নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’ যাতে একসঙ্গে অভিনয় করেছেন দর্শকপ্রিয় সিনিয়র অভিনেতা-অভিনেত্রীরা। এদের মধ্যে রয়েছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ ও সাবেরী আলম। চমকের বিষয় হচ্ছে, ধারাবাহিকটিতে আবুল হায়াতের চার বউ ও এক প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন তারা। এর গল্পে দেখা যায়, আবুল হায়াত সম্পদশালী। কোনো কিছুর অভাব নেই। অভাব শুধু সন্তানের। সন্তানের জন্য চারটি বিয়ে করেছেন। একদিকে সন্তানের জন্য হাহাকার, অন্যদিকে সম্পদ নিয়ে নানা জটিলতার মধ্য দিয়ে ধারাবাহিকের গল্প এগুতে থাকে। হাসান জাহাঙ্গীর বলেন, আমাদের সমাজে অনেকে সম্পদশালী হলেও নিঃসন্তান। অনেকে সন্তানের জন্য বহুবিবাহ করে থাকেন। তাদের জীবনে অশান্তি যেমন থাকে, তেমনি থাকে নানা সমস্যা। একটি পরিবারের নানা সমস্যার বিষয় ধারাবাহিকটির গল্পে তুলে ধরা হয়েছে। আশা করছি, ধারাবাহিকটি দর্শক দারুণ উপভোগ করবেন। এতে অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, চাঁদনী, হাসান জাহাঙ্গীরসহ আরো অনেকে। ১৯ নভেম্বর থেকে বৈশাখী টেলিভিশনে এটি প্রচার শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।