Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় তুচ্ছ ঘটনায় প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতন

| প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বানারীপাড়ায় তু”্ছ ঘটনায় তালাপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাইয়ান (৬) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে বুট জুতা দিয়ে পিটিয়ে নির্যাতন করা হয়েছে। নির্যাতনকারী সানাউল্লাহ লিটনকে আটক করেছে পুলিশ। গত বুধবার দুপুর ১টার সময় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত ছাত্রের মা তহমিনা বেগম বাদি হয়ে দিদিহার গ্রামের মৃত কবির মোল্লার ছেলে সানাউল্লাহ লিটনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে সানাউল্লাহ লিটনের ছেলে ও বাদি তহমিনা বেগমের ছেলে তালাপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে। গতকাল বুধবার বিদ্যালয়ের ক্লাস ছুটির পরে সানাউল্লাহ লিটনের ছেলে লিমন মেঠো পথে হেঁটে বাসায় আসতে গিয়ে পড়ে যায়। বাড়িতে এসে সে তার বাবাকে জানায় সহপাঠি রাইয়ান তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। একথা শুনে লিটন ক্ষিপ্ত হয়ে রাইয়ানদের বাড়িতে গিয়ে পা থেকে বুট জুতা খুলে মায়ের সামনে শিশু রাইয়ানকে এলোপাথারী পেটাতে থাকে। এসময় ছেলেকে রক্ষা করতে গেলে মা তহমিনা বেগমকে মারধর ও ওড়না টেনে শ্লীলতাহানী করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্যাতন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ