Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম জামেয়া পরিদর্শনে আল্লামা সৈয়্যদ কাসেম শাহ্ ও সৈয়্যদ আহমদ শাহ্

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ ও আল্লামা সৈয়দ মুহাম্মদ আহমদ শাহ্ গতকাল (মঙ্গলবার) জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জামেয়ার ক্লাশ, আইসিটি, মাল্টিমিডিয়া ক্লাশ, বিজ্ঞানাগার, বিশাল লাইব্রেরি ও ভৌত অবকাঠামো অবলোকন করে হুজুরদ্বয় সন্তোষ প্রকাশ করেন। মাদরাসা পরিদর্শনকালে তারা বলেন, জামেয়ার প্রতিষ্ঠাতা দাদা হুজুর শাহসূফী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রহ.) ১৯৫৪ সালে জামেয়া প্রতিষ্ঠা করে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের মুসলমানদের ব্যাপক উপকার সাধন করেছেন। জামেয়ার সুনাম ও সুখ্যাতি বিশ্বের বুকে আজ প্রতিষ্ঠিত সত্য। জামেয়া পরিচালনা পর্ষদ, আনজুমান কেবিনেট, গাউসিয়া কমিটি, শিক্ষক-ছাত্র এবং পীর ভাই-বোনদের কাছে জামেয়া এক বিশাল আমানত। যারা এর জিম্মাদারি গ্রহণ করেছেন তারা অবশ্যই সৌভাগ্যবান। হুজুরদ্বয় আনজুমান, গাউসিয়া কমিটির সকল সদস্য এবং জামেয়ার ছাত্র-শিক্ষকবৃন্দকে মোবারকবাদ জানিয়ে বলেন, সকলকে এমন কাজ করতে হবে যাতে হযরাতে মাশায়েখ কেরাম রাজি থাকেন এটাই সবার জন্য সবচেয়ে বড় গাইড লাইন। এ সময় উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার পরিচালনা পর্ষদের প্রফেসর মুহাম্মদ দিদারুল ইসলাম, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ সিরাজুল হক, মুহাম্মদ শামসুদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা ও জামেয়া জিবি সদস্য মোছাম্মৎ হোসনে আরা বেগম, অধ্যক্ষ মাওলানা হাফেয মুহাম্মদ সোলাইমান আনসারী, মাওলানা মুহাম্মদ ছগীর ওসমানী, মাওলানা মুফতি ওবাইদুল হক নঈমী, মাওলানা সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমানসহ শিক্ষক মÐলী। পরে হুজুরদ্বয় আনজুমান, জামেয়া ও গাউসিয়া কমিটিসহ পীর ভাই-বোন, দেশ ও জাতির কল্যাণে মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ