Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্লে-অফ খেলবে না ফেনী-বারিধারা

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে কোন দল অবনমনে যাবে তা নির্ধারণের জন্য প্টেলÑঅফ ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিগের পয়েন্ট টেবিলের তলানীর দু’দল উত্তর বারিধারা ও ফেনী সকার ক্লাবের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্লে-অফ খেলতে চাইছে না দু’দল। অথচ ইতোমধ্যে ম্যাচের জন্য সব আয়োজনই সম্পন্ন করেছে বাফুফে।
এ ব্যাপারে গতকাল বাফুফেকে চিঠিও দিয়েছেন দু’দলের কর্মকর্তারা। বারিধারা ও ফেনী সকার সমান ১৮ পয়েন্ট নিয়ে এবারের লিগ শেষ করে। এদের মধ্য থেকে একটি দল অবনমনে যাবে। বাইলজ অনুযায়ী দু’টি প্লে-অফ ম্যাচের একটি গড়ানোর কথা আজ। অন্যটি আগামী শনিবার। কিন্তু সূত্রে জানা যায়, কাল ক্লাব দু’টির কর্মকর্তারা বাফুফে বরাবর চিঠি দিয়েছেন ম্যাচ না খেলার জন্য। এ প্রসঙ্গে ফেনী সকারের ফুটবল ম্যানেজার সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন বলেন, ‘প্লে-অফে আমরা খেলব না বলে চিঠি দিয়ে বাফুফেকে সাফ জানিয়ে দিয়েছি। কারণ চুক্তি শেষ হওয়ায় আমাদের বিদেশী ফুটবলাররা চলে গেছেন।’ লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘প্রত্যেক দলেই বিদেশী মাত্র তিনজন করে। তাই না খেলার কোনো কারণ দেখি না। তবে ম্যাচ দু’টির সময় না যাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না। আশাকরি তারা খেলবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বারিধারা

১৯ ডিসেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ