নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পর্বেও তলানীর দল উত্তর বারিধারা ক্লাব। তারা ১১ ম্যাচ শেষে মাত্র দু’জয়ে ৬ পয়েন্ট পেয়ে তালিকায় সবার শেষে অবস্থান করছে। দ্বিতীয় পর্বে ভালো অবস্থানে থাকার জন্য এবার ব্রাজিল থেকে এক স্ট্রাইকার উড়িয়ে এনেছে উত্তর বারিধারায়। ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম গতকাল জানান। লিওনার্দো ভিয়েইরা লিমা নামের এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে বারিধারার জার্সি গায়ে মাঠে নামবেন। তার বয়স ২৮। ইতোমধ্যে লিমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ক্লাবটি। তিনি বলেন, ‘গত পরশু লিমা ঢাকায় এসেছে। এরপরই আমরা তার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি। আপাতত তাকে লিগের দ্বিতীয় পর্বের জন্যই দলে ভিড়িয়েছি আমরা। আশা করি লিমা মাঠে তার দায়িত্ব পালন করতে পারবেন। সে সর্বশেষ মালদ্বীপের ঘরোয়া লিগে খেলেছে।’
দলের কোচ রাশেদ হোসেন পাপ্পু বলেন, ‘লিমার নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শেষ করেছি। আশা করি সে যুক্ত হওয়ায় আমাদের আক্রমণভাগের শক্তি বাড়বে। দ্বিতীয় পর্বে আমরা সব মিলিয়ে চারজন খেলোয়াড় নিব। বাকিদের নিয়ে এখনই বলব না। আমাদের লক্ষ্য প্রথম পর্বের ভুলগুলো শুধরে লিগের দ্বিতীয় পর্বে ভালো করা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।