Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার লিগে উত্তর বারিধারা

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পেশাদার ফুটবলের দ্বিতীয়স্তর মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে পা রাখলো উত্তর বারিধারা ক্লাব। গতকাল কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে তারা ২-১ গোলে হারায় অগ্রনী ব্যাংককে। এই জয়ে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতে নেয় বারিধারা। অন্যদিকে এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ১-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে লিগ রানার্সআপের দৌঁড়ে এগিয়ে থাকলো। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। তবে মতিঝিল টিএন্ডটি ক্লাবের সম্ভাবনাও রয়েছে। যদি আজ লিগের শেষ ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে টিএন্ডটি ক্লাব জেতে, তাহলে আরামবাগের সঙ্গে তাদেরকে প্লে-অফ ম্যাচ খেলতে হবে। এ ম্যাচে যারা জয় পাবে তারাই রানার্সআপ হয়ে উঠবে প্রিমিয়ার লিগে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিমিয়ার লিগে উত্তর বারিধারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ