Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চবি ছাত্রলীগ সহ-সভাপতি গ্রেফতার

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মো: মামুনকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। গত রোববার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তায়েফুল হক তপু ও সাংগঠনিক স¤পাদক ইমতিয়াজ উদ্দিন অভির ওপর হামলার ঘটনায় করা মামলায় মামুনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মামুনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে আছে। তাকে আজ কোর্টে চালান করা হবে। চবি ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক ইমতিয়াজ উদ্দিন অভি ও সহ-সভাপতি তায়েফুল হক তপুর ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, সহ-সভাপতি মো: মামুন নিহত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর অন্যতম অনুসারী হিসেবে ক্যা¤পাসে পরিচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ