Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ইতিহাস রচনা করতে পারবে কি বাংলাদেশ?

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সিরিজটা যেহেতু টি-২০, তাই সিরিজপূর্ব আলোচনায় এগিয়ে রাখতে হচ্ছে নিউজিল্যান্ডকে। আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড যেখানে সবার উপরে, সেখানে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানেরও নিচে ১০ নম্বরে। র‌্যাঙ্কিংয়ের এই ব্যবধানের মতোই ব্যবধান দুই দলের হেড টু হেড এই। চারটি মুখোমুখি লড়াইয়ের চারটিতেই হেরেছে বাংলাদেশ দল। হারের ব্যবধানও বড়। ২০১০ সালে নিউজিল্যান্ড সফরে হ্যামিল্টনে প্রথম মোকাবেলায় বাংলাদেশ দলের হার ১০ উইকেটে, গত বছরের মার্চে কলকাতার ইডেন গার্ডেনে সর্বশেষ দেখায় সেখানে হারটা ৭৫ রানের! টি-২০ তে ১০০-এর নিচে বাংলাদেশের স্কোর ছয়টি, তার দু’টিই নিউজিল্যান্ডের বিপক্ষে এবং সেই দু’টিই (কলকাতায় ৭০/১০, হ্যামিল্টনে ৭৮/১০) আবার বাংলাদেশের সর্বনিন্ম দু’টি স্কোর! নিউজিল্যান্ডের বিপক্ষে হয়ে যাওয়া চারটি টি-২০’র একটিতে নেই বাংলাদেশের কারো ফিফটি। টি-২০ তে বাংলাদেশ ব্যাটসম্যানদের মধ্যে হাজার রানের মালিক তামীম (১১৫৪), সাকিবের (১১০৩) পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে বলার মতো ইনিংস নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ তে তিন ইনিংসে তামীমের রান সর্বসাক‚ল্যে ১৭ (গড় ১৫.৬৬), সেখানে তিন ইনিংসে সাকিবের রান ১৬ (গড় ১৫.৩৩)। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ তে সমীহ জাগানো রেকর্ড শুধু মুস্তাফিজুরের। ২০১৬টি-২০ বিশ্বকাপে ৫/২২, আসরের সেরা বোলিংয়ে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দেয়া মুস্তাফিজুর এই সিরিজেও হাতুরুসিংহের প্রধান অস্ত্র।
নিউজিল্যান্ডের সাথে টি-২০ তে বাংলাদেশ দলের অতীত যখন এতোটাই নাজুক, সেখানে অপ্রত্যাশিত কিছুর স্বপ্ন দেখবে কিভাবে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা? বাংলাদেশের সেরা টি-২০ ক্রিকেটার সাকিব অবশ্য নুতন ইতিহাস রচনায় আশাবাদীÑ ‘ওয়ানডে সিরিজে আমরা বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছি। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। তবে এটি নতুন একটি সিরিজ। টি-২০ তে নিউ জিল্যান্ডের রেকর্ড ভালো। এই ফরমেটের ক্রিকেটে তাদেরকে হারানো সহজ নয়। মাটিতে আমাদের কাজটা সহজ হবে না। তবে ভালো খেলে ম্যাচ জেতার সামর্থ আছে আমাদের।’
ওয়ানডে সিরিজে ৩-০ তে হেরে গেলেও ওই তিনটি ম্যাচের বিচ্ছিন্ন পারফরমেন্স থেকেই টনিক নিতে চান সাকিবÑ ‘সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট বলেই ছন্দ হারানো চলবে না। ওয়ানডে সিরিজে আমরা ছন্দ ধরে রাখতে পারিনি। টি-২০ তে তা রাখতে হবে। আমরা এখনো বিশ্বাস করি যে, জিততে পারি। ওয়ানডে সিরিজে বেশ কিছু উন্নতির ছাপ আমরা রাখতে পেরেছি। সেগুলো ইতিবাচক ধরে নিয়ে টি-২০ সিরিজে ভালো করার কথা ভাবছি।’
টি-২০ তে বাংলাদেশ দলের সর্বোচ্চ স্কোর ১৯০/৫, চেজ করে জয়ের রেকর্ড ১৬০/৬। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩২/৮ স্কোর টি-২০ তে বাংলাদেশের সর্বোচ্চ। নেপিয়ারের ম্যাকলিন পার্ক আইসিসির আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পেয়েছে ১৯৭৯ সালে, সেই থেকে ১০ টেস্ট ৪৫ ওয়ানডে খেলা হলেও এই ভেন্যুর টি-২০ অভিষেক হচ্ছে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। আয়তনে অপেক্ষাকৃত ছোট এই মাঠে চার-ছক্কার ফুলঝুরি হবে, তা ধরেই নিয়েছেন সাকিব আল হাসানÑ ‘নিউজিল্যান্ডে টি-২০ তে অনেক রান হচ্ছে, দু’শ রানও অনায়াসে তাড়া করে ফেলছে। এখানকার মাঠ ছোট, বিশেষ করে উইকেটের দুই পাশে সীমানা অনেক ছোট। আগে ব্যাট করলে বড় স্কোর গড়তে হবে, পরে ব্যাট করলে বড় স্কোর চেজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে। আগে ব্যাট করলে অন্তত ১৮০-১৯০ হয়তো করতে হবে। খুব বেশি ‘ফায়ার পাওয়ার’ দরকার নেই। কারণ, আউটফিল্ড গতিময়। আমাদের যে শক্তি আছে, তা দিয়েই মাঠ পার করা সম্ভব। কেউ সেট হলে তাকে বড় ইনিংস খেলতে হবে।’
ওয়ানডে সিরিজে দর্শকের কাতারে থাকা পেস বোলারকে দেখা যেতে পারে এই ম্যাচে। এমন আভাসই গেছে পাওয়া। টানা দু’টি ওয়ানডে সিরিজ এবং টি-২০ ম্যাচের বাইরে দুই বছর পাঁচ মাস কাটিয়ে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে রুবেলের। তিন ওয়ানডে ম্যাচের সিরিজে তাসকিনের অনিয়ন্ত্রিত বোলিংয়ে রুবেলকে ফেরানো হচ্ছে বলে জানা গেছে।
প্রথম টি-২০ ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ