Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলা পরিষদ নির্বাচনে সমর্থন আ’লীগ প্রার্থীকে বগুড়ার শাজাহানপুরে বিএনপির জনপ্রতিনিধিদের ভূমিকায় তৃণমূলে ক্ষোভের ঝড়

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব রিপোর্ট : বিএনপির দূর্গ হিসেবে পরিচিত ধবিএনপি সমর্থিত জনপ্রতিনিধিরা। এতে একদিকে যেমন বিএনপির অস্তিত্ব প্রায় সঙ্কটে পড়েছে অন্যদিকে তৃণমূল নেতাকর্মীদের মাঝে বইছে ক্ষোভের ঝড়।
সম্প্রতি অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিদের আচরণে তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ আরো তীব্রতর হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা এজন্য দোষারোপ করছে বিএনপির নেতৃবৃন্দকে। তৃণমূলের বক্তব্য বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি ত্যাগী ও মাঠের নেতাদের মনোনয়ন দেয়া হত তাহলে তাদের এ রকম বেঈমানী দেখতে হতো না। সম্প্রতি অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে পরিস্কার হয়ে উঠে বিএনপির জনপ্রতিনিধিদের আসল চরিত্র। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজোঁ করে চললেও এবার তারা প্রকাশ্য জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের পক্ষে মাঠে কাজ করেছে। ৩নং ওয়ার্ড শাজাহানপুর এলাকার সদস্য পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক মাহফুজার রহমান বাবলু ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম। এ ৩ জনের মধ্যে আসাদুর রহমান দুলু জেলা আ’লীগের সমর্থন লাভ করলে তার নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন জেলা বিএনপির নির্বাহী সদস্য শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক চোপীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর রহমান, আরেক যুগ্ম- আহŸায়ক মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল ও বিএনপি নেতা আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক।
নিজেরা ভোটার হয়েও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে গিয়ে ভোট কামনা করে বিএনপির জনপ্রতিনিধিরা। এর ফলে সরগরম হয়ে উঠে আ’লীগ প্রার্থীর নির্বাচনী মাঠ। জোয়ার সৃষ্টি হয় এ প্রার্থীর তালা প্রতীকের। ফলে বিপুল ভোট জয়লাভ করে আ’লীগ প্রার্থী দুলু। জয়ের পর বিজয় উল্লাসেও মেতে ওঠে বিএনপির জনপ্রতিনিধিরা। আসাদুর রহমান দুলুর গলায় পরিয়ে দেন বিজয়ের মালা। তবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহেরুল ইসলাম ও আরেক যুগ্ম-আহবায়ক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তারকে আ’লীগ প্রার্থী দুলুর মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে পর্যটন মোটেলে নির্বাচনী এক সভায় দেখা গেলেও পরে তাদের প্রকাশ্য প্রচারণায় দেখা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ