বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান পদে এ্যাড.সুবাস চন্দ্র বোস নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুর আমির লিটুর চাইতে ৮২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। সুবাস চন্দ্র বোস তার আনারস মার্কায় মোট ২৬০ ভোট পেয়েছেন। অপর দিকে ফয়জুর আমির লিটু তার মোটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ১৭৮ ভোট। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত জেলার তিনটি উপজেলায় ৩টি কেন্দ্রে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। অপর প্রার্থী সুলতান মাহমুদ বিপ্লব তার চশমা প্রতীকে মোট ১১৩ ভোট পেয়েছেন। এদিকে সদস্য পদে লোহাগড়ায় শামসুল আলম কচি ,নড়াইল সদরে খোকন সাহা এবং কালিয়ায় সাজ্জাদ হোসেন পলাশ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে লোহাগড়ায় জেসমিন বেগম ,নড়াইল সদরে শাহিনুর আক্তার রুমা এবং কালিয়ায় জেসমিন নির্বাচিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।