Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মনোহরদীর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ডা. কাজী আশরাফের ইন্তেকাল

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ইসলামী আন্দোলন, মনোহরদী উপজেলা শাখার সহ-সভাপতি ডা. কাজী আশরাফ আলী কানন গত শনিবার রাত দেড়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি পেশায় একজন হোমিও চিকিৎসক ছিলেন। গরিব দুঃখী মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। দীর্ঘদিন যাবত ইসলামী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে মনোহরদী-বেলাব আসন থেকে নির্বাচন করেন। মরহুম ডা. কাজী আশরাফ আলী জন্মলগ্ন থেকে দৈনিক ইনকিলাবের একনিষ্ঠ পাঠক ছিলেন। গতকাল রবিবার সকাল ১১টায় মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার বজলুর রহমান, মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ডা. আব্দুল খালেকসহ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। মরহুম ডা. কাজী আশরাফ আলী কানন ইনকিলাবের মনোহরদী সংবাদদাতা মোঃ জসিম উদ্দিনের মামা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ