নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : তৃতীয় মজিবর স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তানভীর একাডেমি ১-০ গোলে বাবুরগ্রাম ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল কেরানীগঞ্জ ঘাটারচর মাঠে অনুষ্ঠিত ফাইনালে তানভীর একাডেমির অধিনায়ক শামীম দলের পক্ষে একমাত্র গোলটি করেন। খেলা শেষে জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু প্রধান অতিথি, শেখ মো: আসলাম বিশেষ অতিথি এবং জাতীয় দলের অর্ধশত সাবেক তারকা ফুটবলার মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ও পুরস্কার বিতরণ করেন। এর পূর্বে একই মাঠে জাতীয় দলের সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাব ও কেরানীগঞ্জ ঘাটারচর ক্রীড়া চক্রের মধ্যে প্রদর্শনী খেলায় সোনালী অতীত ক্লাব ৫-১ গোলে ঘাটারচর ক্রীড়া চক্রকে পরাজিত করে। সোনালী অতীত এর পক্ষে শেখ মো: আসলাম দুইটি, নকীব দুইটি ও রিয়াজ উদ্দিন একটি করে গোল করেন। ঘাটারচরের পক্ষে আজাদ একটি গোল পরিশোধ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।