Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসবাহ-ই সিডনিতে অধিনায়ক

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের জন্য স্বস্তির খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের আগে অবসর নিচ্ছেন না অধিনায়ক মিসবাহ-উল-হক। আগামীকাল থেকে শুরু সিরিজের শেষ টেস্টে অধিনায়ক হিসেবেই খেলবেন তিনি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিরেক্টর আমজাদ হোসেন বলেছেন, ‘মিসবাহ সিডনি টেস্টে খেলবেন এবং তিনিই অধিনায়ক থাকছেন।’
অস্ট্রেলিয়ায় সময়টা মোটেই ভালো যাচ্ছে না মিসবাহর। প্রথম দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২০ রান। গত শুক্রবার মেলবোর্ন টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর মিসবাহ জানিয়েছিলেন, অবসর নেয়ার চিন্তা করছেন তিনি। সেটা হতে পারে সিডনি টেস্টের আগেই। অস্ট্রেলিয়ায় সময়টা ভালো যাচ্ছে না মিসবাহর। ২ টেস্টের ৪ ইনিংসে মাত্র ২০ রান করেছেন। দলও হেরেছে দুই ম্যাচে। সিডনি টেস্টের আগেই সিরিজ খুইয়ে বসেছে পাকিস্তান। নিজের এমন ব্যাটিং ব্যর্থতার কারণেই কঠিন সিদ্ধান্তই নিতে চেয়েছিলেন মিসবাহ। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট সিডনি টেস্টে মিসবাহর অধিনায়ক হিসেবে খেলার কথা জানালেও এরপর কী হবে, সেটি অবশ্য এখনো পরিষ্কার নয়। আগামী এপ্রিল-মে মাসের আগে কোনো টেস্ট সিরিজ নেই পাকিস্তান দলের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধিনায়ক

২৯ এপ্রিল, ২০২২
১৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ