Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নাটোরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সপ্রদায়ের অবস্থান ধর্মঘট ও মানববন্ধন

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নাটোরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু স¤প্রদায়ের মানুষ অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছে। শনিবার নাটোর পুরাতন বাসস্ট্যান্ডের সামনে তারা দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই অবস্থান ধর্মঘট ও মানববন্ধনে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, জুয়েলারি সমিতি, স্বর্ণশিল্পী কারিগর ইউনিয়ন, আদিবাসী ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক নগেন রায়, জয়কালীবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কর্মকার, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক বাপ্পী লাহিড়ী, আদিবাসী ঐক্য পরিষদ সভাপতি রমানাথ মাহাতোসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু স¤প্রদায়ের লোকজনের ওপর হামলা চালিয়ে হত্যা, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর করে অগ্নি সংযোগ ও লুটপাট করার নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন স্বাধীনতা যুদ্ধে সকল স¤প্রদায়ের মানুষ অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিল। অথচ এখন সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এভাবে সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর নির্যাতন চালিয়ে দেশ রক্ষা করা যাবে না। তাই বঙ্গবন্ধুর অসা¤প্রদায়িক রাষ্ট্র বাস্তবায়ন করতে অবিলম্বে সাত দফা দাবি মেনে নিয়ে সংখ্যালঘু স¤প্রদায়ের ওপর নির্যাতন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ