Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তামিম-ইমরুল জুটির ৪ হাজার রান

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : দুই বাঁ হাতি তামীম-ইমরুলের বোঝাপড়াটা দারুণ। ২০১৫ সালে খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ইনিংসে ৩১২ রানে বিশ্বরেকর্ড গড়া এই জুটি গতকাল এ বছর ওয়ানডেতে ওপেনিং পার্টনারশিপে সেঞ্চুরির (১০২) পাশাপাশি তিন ভার্সনের আন্তর্জাতিক ক্রিকেট মিলে পূর্ণ করেছেন ৪ হাজার রান (৪ হাজার ৯৭ রান)। এই দুই বাঁ হাতির বোঝাপড়ায় তিন ভার্সনের ক্রিকেট মিলে এসেছে ৬টি সেঞ্চুরি, ১৯টি ফিফটি। তাদের পার্টনারশিপের গড়টাও দারুণ (৩৮.২৮)। পার্টনারশিপে জুটিবদ্ধ হয়ে ৪ হাজার রানের রেকর্ডে অবশ্য প্রথম দৃষ্টান্ত এটা নয়। প্রথম রেকর্ডটি মুশফিক-সাকিবের। তিন ফরমেটের ক্রিকেট মিলে জুটিবদ্ধ হয়ে করেছেন তারা ৪২৪১ রান (পার্টনারশিপ গড় ৩৫.৩৪)। এই পার্টনারশিপে হয়েছে ৭টি সেঞ্চুরি, ২৭টি হাফ সেঞ্চুরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তামিম

২৬ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ