Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নবীজির সাথে বেয়াদবী করলে সমস্ত আ’মল ধ্বংস হয়ে যাবে -জৈনপুরী পীর সাহেব

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতি নরসিংদী জেলার পলাশ, ডাংগা, হাসন হাটা ঈদগাহ ময়দানে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও তাফসীর করেন হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা। সম্মেলনে পীর সাহেব কেবলা বলেন, কুরআনের আদেশ অনুযায়ী যারা নবীজির সাথে বেয়াদবী করবে, তাদের জীবনের সমস্ত আ’মল বরবাদ হয়ে যাবে। যেমন আল্লাহ বলেনÑ ‘আন্ তাহবাতা আ’মালাকুম ওয়া আনতুম লা তাস্কুরুন’। অর্থাৎ নবীজির সাথে বেয়াদবী কারীর জীবনের সমস্ত আ’মাল বরবাদ হইয়া যাইবে অথচ সে (পরকালে) বুঝতেও পারবে না। সুতরাং প্রতিটি মুসলিম নর-নারী এমন কিছু করিবেন না যাহাতে নবীজির সাথে বেয়াদবী হয়। জনৈক মাওলানার উক্তি পত্রিকায় দেখলাম তিনি বলিয়াছেন ‘দরূদ পড়া কালে দাঁড়ান নিষেধ’ আমি ইহার তীব্র প্রতিবাদ জানাইতেছি, কেননা ইহা দ্বারায় মানুষ গোমরাহ হয়ে যাবে সমাজে দলাদলি ও ফেৎনার সৃষ্টি হইবে। দরূদ যে কোনোভাবে পড়া জায়েজ কিন্তু সালাম দেয়ার সময় দাঁড়াইয়া সম্মান প্রদর্শনপূর্বক দিতে হইবে। ইহাই ওলি-আল্লাহর প্রদশির্ত সঠিক পথ। যদি কেহ সম্মান প্রদর্শন না করে, আল্লাহ তাহাকে হেদায়েত করুক তবুও ঝাগড়া-ফ্যাছাদ করবেন না। একতাবদ্ধ হয়ে দীনের সেবায় এগিয়ে আসুন। ইহাই কাম্য। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ