Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এক ম্যাচে জয় পেয়ে আগেই শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। বৃহস্পতিবার তারা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে আফগানিস্তানকে। এবার সামনে বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী ভারত। শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা সেটডিয়াম বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে। ফর্মের তুঙ্গে রয়েছেন অধিনায়ক সাবিনা। আফগানিস্তানের সঙ্গে জেতা ম্যাচে একই করেছেন হ্যাট্রিকসহ পাঁচ গোল। আর স্বপ্নার এক গোল। ভারতও কম শক্তিশালী নয়। তাদের যুমনম দেবী, সাসমিতা মালিক, দাংমি গ্রেস এবং সংযু যাবদ রয়েছেন ফর্মে। তাই আজ লড়াই করে জিততে হবে সাবিনাদের। গতকাল এমনটাই জানান বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বলেন,‘ভারত শুধু শক্তিশালী দলই নয়, তারা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও। তাই ওদের বিপক্ষে জিততে হলে আমাদের লড়াই করতে হবে। আমি মেয়েদের নিয়ে দারুণ আশাবাদী। আমার দলের সামর্থ আছে ভারতকে হারানোর। খেলোয়াড়রা যদি মাঠে নিজেদের সেরাটা ঢেলে দিতে পারে তাহলে জয় আমাদেরই হবে।’ তিনি আরও বলেন,‘ভারতকে মোকাবেলা করার আগে আমার দলের সব খেলোয়াড় সুস্থ আছে। তারা একটি উপভোগ্য ম্যাচ খেলতে মুখিয়ে আছে।’ আজ যারা জিতবে তারা ফাইনালে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রæপের রানার্সআপ শ্রীলংকার মোকাবেলা করবে। আর পরাজিত দল খেলবে ‘এ’ গ্রæপ চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ