Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাধবোধে তাড়িত ইমরুল-সাব্বির

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : জয়ের স্বপ্ন দেখা ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ দল নেলসনে সিরিজের দ্বিতীয় ম্যাচে। দ্বিতীয় উইকেট জুটির ৭৫ রানে দেখা স্বপ্নের মৃত্যু ঘটেছে এক রান আউটে। মাত্র ৭৯ রানে হারিয়েছে বাংলাদেশ শেষ ৯ উইকেট। বাংলাদেশ দলের দারুণ সম্ভাবনার অপমৃত্যুর জন্য রান আউটকেই আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন অধিনায়ক মাশরাফি। তবে স্যান্টনারকে কাভারে পুশ করে ইমরুলকে সিঙ্গলের কল দিয়ে হাফ পিচ পর্যন্ত দৌড়ে যেভাবে নন স্ট্রাইক এন্ডের পপিন ক্রিজে ব্যাট ছোঁয়ানোর প্রতিযোগিতা করেছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান রুম্মান, তা ছিল এক কথায় দৃষ্টিকটু। যেখানে সেট ব্যাটসম্যানের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়া ক্রিকেটীয় ভদ্রতার পরিচায়ক, সেখানে কেন এমন দৃষ্টান্ত রাখবেন সাব্বির? এ নিয়ে কম সমালোচনা হয়নি। পূর্ব শত্রæতা ছাড়া একজন, অন্যজনের সঙ্গে এমন আচরণ করেন কিভাবে, এটাও প্রশ্ন। তবে এতে শত্রæতার কিছুই দেখছেন না সাব্বিরÑ ‘কে আগে ব্যাট প্লেস করব, তা নিয়ে তেমন কোন ভাবনা ছিল না। ইমরুল ভাই আগে চলে গেছেন, এজন্য উনি বেঁচে গেছেন। আমি আউট হয়েছি। উনি সেট ব্যাটসম্যান ছিলেন বলেই আমার উচিত ছিল ছেড়ে দেয়া। আমরা সব সময় একসঙ্গে থাকি। এমন নয় যে আমরা একে অপরের শত্রæ।’ বোঝাপড়ার অভাবে রান আউট হয়েছে সাব্বির, তা অবশ্য মনে করছেন না ইমরুল কায়েসÑ ‘রান আউট হওয়ার আগে সব কিছুই ঠিকঠাক ছিল। আমাদের দু’জনের বোঝাপড়া ভালো ছিল। একটা ভুল হয়ে গেছে। ওটা অবশ্যই টার্নিং পয়েন্ট ছিল। সাব্বির ও আমি আর কিছুক্ষণ খেলতে পারলে ম্যাচ সহজ হয়ে যেত। তবে এটা খেলারই অংশ।’
সাব্বির রান আউটে ফিরে যাওয়ার পর দায়িত্ব নিতে পারতেন ইমরুল। কিন্তু সাউদিকে যেভাবে গালিতে ক্যাচ দিয়ে ফিরেছেন ড্রেসিংরুমে, ওই আটটাও কম দৃষ্টিকটু ছিল না। তবে নার্ভাসনেসের কারণেই নাকি এমনটা হয়েছে বলে মনে করছেন ইমরুল কায়েসÑ ‘ওই সময়ে আমার টিকে থাকা অবশ্যই দরকার ছিল। আমি চেষ্টা করছিলাম। সাকিব আউট হওয়ার পরে মোসাদ্দেকের সঙ্গে একটা জুটি গড়ার চেষ্টা করছিলাম। মোসাদ্দেক আউট হওয়ার পরে একটু নার্ভাস হয়ে যাই। যখন মনস্থির করেছি স্ট্রোক খেলব, তখনই কেউ না কেউ আউট হচ্ছিল, তাই পারিনি।’ অপরাধবোধে তাড়িত ইমরুল, সাব্বির দ্বিতীয়বার এমনটি আর করবেন না বলে করেছেন পন।
রান আউটকেই শুধু নয়, কেন উইলিয়ামসের শর্ট এন্ড ওয়াইড ডেলিভারীতে যেভাবে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ম্যাচের অপমৃত্যু ডেকে এনেছেন সাকিব, ওই আউটকেও আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। গতকাল বেশ ক’টি বেসরকারী টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে বলেছেন তিনিÑ ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও হঠাৎ আউট হয়েছে সাকিব। এখানেও ওর ওই শটটি অপ্রত্যাশিত ছিল। ওর মাথায় কখন যে কি হয়, কে জানে।’
আজ কি সান্ত¦না পাবে বাংলাদেশ?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাব্বির


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ