নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মাঠে কিংবা মাঠের বাইরে। কত ঘটনাতেই না বিতর্কিত। কখনো নিষিদ্ধ হন ঘরোয়া ক্রিকেটে, আবার কখনো আন্তর্জাতিক অঙ্গনে। বড় অঙ্কের জরিমানাও গুনেছেন। সব মিলিয়ে ফেলে আসা বছরটা খুব বাজেই কেটেছে সাব্বির রহমানের। তবে নতুন বছর শুরুর আগেই প্রতিজ্ঞা করেছেন, ‘এবার ভালো হয়ে যাবেন।’
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। তবে তার আগে গতকাল থেকে অনুশীলন শুরু করেছে দলগুলো। এদিন অনুশীলনে আসে সিলেট সিক্সার্সও। সেখানেই অনুশীলনে ফাঁকে নিজের প্রতিজ্ঞার কথা জানান সাব্বির, ‘কাল রাতে (পরশু) প্রমিজ করেছি, ২০১৮ আমার অনেক খারাপ কেটেছে। ভুলে গেছি। আজ (গতকাল) নতুন বছরের প্রথম দিন, সামনে তাকিয়ে আছি এখন।’ আর এখনই ভালো না হলে ক্যারিয়ারের বড় ক্ষতি হয়ে যাবে সেটাও মানেন সাব্বির। বারবার একই ভুল ক্যারিয়ারের হুমকি, এই আত্মউপলব্ধি এসেছে কি না জানতে চাইলে বলেন, ‘হুম, আসলেই ভাই। অনেক বড় হুমকি।’ কতটুকু বদলাবেন সাব্বির তা সময়েই বলে দেবে। তবে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাব্বির। আগামী মার্চে নিষেধাজ্ঞা শেষ হবে তার। এর আগেই জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন এ ব্যাটসম্যান। আর আসন্ন সিলেট সিক্সার্সের সবচেয়ে বড় আকর্ষণ অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। তার কাছ থেকে ভালো কিছু শিখে নেওয়ার চেষ্টায় থাকবেন এ ড্যাশিং ব্যাটসম্যান, ‘সে (ওয়ার্নার) অনেক ভালো খেলোয়াড়। তার অভিজ্ঞতা অনেক। অবশ্যই তার দলে থাকাটা অনেক ভালো দিক। ওর মত বড় খেলোয়াড়ের অভিজ্ঞতা যদি আমাদের মাঝে শেয়ার করে, আমরা যদি ওকে অনুসরণ করি, আমরা যদি বাকি দশজন সমর্থন করতে পারি, তাহলে ভালো কিছু আসবে। ও কিভাবে থাকে, ও কিভাবে খেলে, ওর সাথে থাকতে থাকতে খেলতে খেলতে অনেক কিছু শেখা যাবে। ওকে প্রশ্ন করে তো সবসময় উত্তর পাওয়া যাবে না। থাকতে থাকতেই একটা ভালো বন্ধুত্ব হলে সে নিজে থেকেই আমাদের তার অভিজ্ঞতা শেয়ার করবে।’
পাশাপাশি জাতীয় দলে হারানো জায়গাটা ফিরে পাওয়াও লক্ষ্য সাব্বিরের। আর এর জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বেছে নিয়েছেন তিনি, ‘জাতীয় দল সবার জন্যই খোলা আছে। বিপিএলটা আমার জন্য অনেক বড় মঞ্চ। আমার জন্য অনেক বড়। আমি যদি বিপিএলে ভালো পারফর্ম করি সুযোগ থাকবে আমার। আমি চেষ্টা করব বিপিএলে ভালো কিছু করার। তারপর বিশ্বকাপে সুযোগ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।