প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা-নির্মাতা মীর সাব্বির অভিনয়ের পাশাপাশি সমানতালে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে যাচ্ছেন। তার নির্মিত ধারাবাহিক নোয়াশাল ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। পাশাপাশি খন্ড নাটক ও টেলিফিল্মও নির্মাণ করছেন। ইতোমধ্যে মাকড়শা নিমে নতুন একটি ধারাবাহিক নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। প্রথমবারের মতো সিনেমাও নির্মাণ করছেন। সরকারি অনুদানে ‘রাত জাগা ফুল’ নামে একটি সিনেমার নির্মাণ কাজ শেষ করেছেন। এটি এখন সেন্সরে জমা দেবেন। সিনেমাটি তার একটি স্বপ্নের বাস্তবায়ন বলে তিনি মনে করেন। সাব্বির বলেন, সিনেমাটি নিয়ে আমার অনেক আশা। তবে করোনার কারণে সিনেমা হল বন্ধ থাকায় মুক্তি দেয়া নিয়ে শঙ্কায় আছি। কবে এ পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলা যায় না। এদিকে নতুন ধারাবাহিক মাকড়শার কাজ শিঘ্রই শুরু করবেন। সাব্বির বলেন, কয়েক মাস আগেই ধারাবাহিকটি নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু একের পর এক লকডাউনের কারণে সেটি সম্ভব হয়নি। শুটিং থেকে পিছিয়ে আসতে হয়েছে। কারণ আমাকে টানা শুটিং করতে হবে। লকডাউনের কারণে শিল্পী ও কলাকুশলীরা এখন অলস সময় কাটাচ্ছেন। এতে অনেক টেকনিশিয়ানসহ কলাকুশলীরা আর্থিক সংকটে পড়েছে। সাব্বির আক্ষেপ নিয়ে বলেন, আমাদের এই অঙ্গণটি নিয়ে কেউ ভাবছে না। সবাই এটাকে আনন্দের জায়গা মনে করে। অথচ এ অঙ্গনের মানুষগুলোর রুটি-রুজির জায়গা এটি। এখানে শর্ত সাপেক্ষে কাজ করার অনুমতি দিলে মানুষগুলোর আয়-রোজগারের ব্যবস্থা হতো। হয়তো কেউ কেউ অর্থনৈতিকভাবে সাবলম্বী। তবে এ অঙ্গণে যারা নিয়মিত কাজ করেন, শুটিং বন্ধ থাকলে তাদের অনেকেই অর্থনৈতিক সমস্যায় পড়েন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।