Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালো সিনেমার জন্য শুধু সরকারি অনুদান যথেষ্ট নয়-মীর সাব্বির

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

অভিনেতা-নির্মাতা মীর সাব্বির পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘রাতজাগা ফুল’ মুক্তি পাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। ইতোমধ্যে সিনেমাটির ৩০ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে। টিজারটিতে মীর সাব্বিরকে ভিন্ন ধরনের একটি চরিত্রে দেখা গেছে। লম্বা চুল, মুখভর্তি দাড়ি, ময়লা লুঙ্গি, টি-শার্ট আর গলায় জড়ানো গামছা যে কখনও হিংস্র, কখনো কী যেন খুঁজে বেড়াচ্ছেন!। প্রকাশিত টিজারটির কারণে দর্শকদের আগ্রহও বেড়েছে। প্রশংসিতও হচ্ছে। মীর সাব্বির বলেন, আমি অভিনয় দীর্ঘদিন ধরে অভিনয় করছি। স্বপ্ন ছিল সিনেমা বানাব। সরকারি অনুদানের মাধ্যমে সেই সুযোগ পেয়ে আমি গর্বিত। সিনেমাটি আমার কাছে প্রথম সন্তানের মতো। অত্যন্ত যত্ন করে সিনেমাটি বানাতে চেষ্টা করেছি। কোনো ধরনের ঘাটতি রাখিনি। তবে একটি কথা না বললেই নয়, কেউ যদি ভাবে শুধু সরকারি অনুদানের টাকায় ভালো চলচ্চিত্র বানিয়ে ফেলা যায়, তা ভুল। এ টাকা যথেষ্ট নয়। সিনেমাটি বানাতে গিয়ে আমাকে আরও প্রায় ৪০ লাখ টাকা বিনিয়োগ করতে হয়েছে। ভালো সিনেমা বানাতে টোটাল যে বাজেট থাকে, তার মধ্যে একটা অংশ অর্থ দিয়ে সরকার সহায়তা করে। এ সহায়তাটুকুও একটি ভাল সিনেমার নির্মাণে উৎসাহী করে তোলে। উল্লেখ্য, মীর সাব্বির ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকীসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ