প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা-নির্মাতা মীর সাব্বির তার পরিচালনাধীন প্রথম সিনেমার শূটিং শুরু করতে যাচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া আটটি সিনেমার মধ্যে সাব্বিরের সিনেমাটি একটি। তার সিনেমার নাম ‘রাত জাগা ফুল’। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ মীর সাব্বিরের নিজেরই করা। সিনেমাটির গানের কথাও তিনি লিখেছেন। আগামী ডিসেম্বরে সিনেমাটির শূটিং সাব্বির শুরু করতে চান। মীর সাব্বির বলেন, সিনেমাটির প্রি-প্রোডাকশন শেষ হয়েছে। সিনেমা মানেই মহাযজ্ঞ। এর প্রস্তুতিও বিশাল। আমি গুছিয়ে উঠেছি। এবার শূটিংয়ের পালা। ডিসেম্বরেই ঢাকার বাইরে এর শূটিং শুরু করবো। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে কাজ করবো। সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।