Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বাস সিএনজি অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধ নিহত

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর শেরেবাংলা নগরে গতকাল শুক্রবার বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় সিএনজি চালকসহ দুইজন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে চন্দ্রিমা উদ্যানের সামনে একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুলের মেয়ের জামাই মফিজুল ইসলাম (৪০) ও অটোরিকশা চালক আবুল কামাল (৫৫) আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ