Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়া ৫ টি পদ্ম গোখরা সাপ ঝাউবনে অবমুক্ত

কলাপাড়াপ (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৩, ৩:০৫ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় ৫ টি পদ্ম গোখরা সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। বুধবার দুপুর বারোটায় সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবনে এসব সাপ অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনিমেল লাভারস অফ পটুয়াখালী শাখার টিম লিডার মুসা, কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও মহিপুর বন বিভাগের বন কর্মীরা। আজ দুপুরে এসব সাপ পটুয়াখালী আইনজিবী সমিতির সামনে থেকে আলমগীর নামের এক পেশাদার সাপুড়ের কাছ থেকে উদ্ধার করে তারা। পরে সাপ ধরবেনা মর্মে মুচলেখা দিলে ওই সাপুড়িয়াকে ছেড়ে দেয়া হয়

পটুয়াখালী জেলা বন বিভাগের বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, বন বিভাগ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতা করেছে। বন্যপ্রানী সংরক্ষনে তৎপর রয়েছে বন বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবমুক্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ