রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা
সাতক্ষীরার তালা উপজেলায় র্যাব কর্তৃক উদ্ধারকৃত তিনটি টক্কর সাপ অবশেষে সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বন বিভাগ সূত্রে জানা গেছে, সাপ তিনটির আনুমানিক মূল্য তিন লক্ষাধিক টাকা। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, খুলনা র্যাব ৬ এর একটি দল সাতক্ষীরার তালা এলাকা থেকে সম্প্রতি তিনটি টক্কর সাপ উদ্ধার করেন। পরবর্তীতে গত বুধবার সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আমলী আদালত-৩ (তালা) এর আদেশক্রমে টক্কর সাপগুলো সুন্দরবনের গহীনে ছেড়ে দেওয়া হয়। এসময় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম, পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ বন টহল ফাড়ীর ইনচার্জ মনিরুজ্জামানসহ বন বিভাগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, তালা উপজেলার একটি পাচার চক্রের কবল থেকে সাপ ৩টি উদ্ধার করে র্যাব ৬। তারা টক্কর সাপগুলো আদালতে হাজির করলে আদালতের নির্দেশ মোতাবেক গহীন সুন্দরবনে অবমুক্ত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।