Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই ন্যাশনাল পার্কে জনতার হাতে উদ্ধার ১৫ফুট দৈর্ঘ্য অজগর অবমুক্ত

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ২:৩৬ পিএম

কাপ্তাই ন্যাশনাল পার্কে ১৫ফুট দৈর্ঘ্য জনতার হাতে আটক অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২২ডিসেম্বর) সকাল ৮টায় ১নং চন্দ্রঘোনা রেশম বাগান গবেষণা কেন্দ্র স্থানীয় তরনমনি তনচংগ্যা লোকালয়ে হতে সাপটিকে উদ্বার করে। এবং কাপ্তাই রেশম বাগান পুলিশ ফাঁড়ির সদস্যদের মাধ্যমে বন বিভাগকে খবর দেয়।

পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান সাপটিকে নিয়ে কাপ্তাই ন্যাশনাল পার্কে রাম পাহাড় বিট এলাকায় সকাল ১১টায় অবমুক্ত করা হয়। রেঞ্জ কর্মকর্তা জানান উদ্বার কৃর্ত অজগরটির দৈর্ঘ্য ১৫ফুট এবং ওজন হবে প্রায় ৩০কেজির মত।

অবমুক্ত কালিন এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এবং পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক( এসিএফ) গঙ্গা প্রসাদ চাকমা, রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ