Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কলাপাড়ায় বিলুপ্ত প্রজাতির চন্দনাসহ ৩ টিয়া পাখি অবমুক্ত

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ৩:৩১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় বিলুপ্ত প্রজাতির চন্দনাসহ ৩ টি টিয়া পাখি বন্দিদশা থেকে উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্যরা। বুধবার দুপুর দুইটায় বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পৌর শহরের জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এসব টিয়া অবমুক্ত করা হয়। এর আগে গতকাল এসব টিয়া বালিয়াতলী বাজারের পাখি বিক্রেতাদের কাছ থেকে উদ্ধার করে তারা। টিয়া অবমুক্তকালে উপস্থিত ছিলেন এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্য রাকায়েত আহসান, নজরুল ইসলাম ও অহিদুল ইসলাম।

পটুয়াখালী জেলা সহকারী বনকর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, এরা খুব ভাল কাজ করতেছে এদেরকে ধন্যবাধ জানাই। এরা এভাবে কাজ করলে অবৈধভাবে পশু-পাখি কেহ আর পালন করবেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবমুক্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ