Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ মধ্যরাত থেকে ভোলার মেঘনা তেঁতুলিয়ায় মাছ শিকারে নিষেধাজ্ঞা

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৭ পিএম

ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় আজ মধ্যরাত থেকে দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরণের মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছে। ১ মার্চ মধ্যরাত থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা চলবে আগমী ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময়গুলোতে সব ধরণের মাছ শিকার, বাজারজাত, পরিবহন ও মজুতের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীকে জেল জরিমানাসহ শাস্তির আওতায় আনা হবে বলে জানা গেছে।
তবে জেলেদের অভিযোগ সরকারী নিষেধাজ্ঞা মেনে চললেও তাদের জন্য বরাদ্দকৃত চাল সঠিক ভাবে বণ্টন করে না জনপ্রতিনিধিরা। ৪০ কেজি চাল না দিয়ে ২০/২৫ করে চাল দেওয়া হয়। সঠিক তদারকির মাধ্যমে চাল বিতরণের দাবী জানান জেলেরা।
ভোলা মৎস্য বিভাগ জানান প্রতি বছর এই সময়ে বঙ্গোপসাগর থেকে উঠে আসা মা ইলিশ মাছ ভোলার ইলিশা থেকে বঙ্গপোসাগরের মোহনা পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এবং কালাবদরের মোহনা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার তেতুলিয়া নদীতে ডিম ছাড়ে। তাই এই ১৯০ কিলোমিটার নদী এলাকাকে ইলিশ মাছের অভ্যয় আশ্রম হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি বছরের মত এবছরও ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য দুই মাস সকল প্রকার মাছ ধারার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে মাছ ধরতে না পারে সে জন্য মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনী ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে তাদের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।
ইলিশা নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয় আগামী দুই মাস মৎস্য অভিযান সফল করতে আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো: মোল্লা ইমদাদুল্লাহ জানান, এ বিষয়ে জেলেদেরকে ব্যাপক সচেতন করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যানার প্যাস্টুনের পাশাপাশি বিভিন্ন মাছঘাটে জেলে সমাবেশ ও মাইকিং করা হয়েছে। তাছাড়া নিষেধাজ্ঞার সময় জেলেদের পূনর্বাসনের জন্য প্রতি মাসে ৪০ কেজি করে চাল বিতরণের প্রস্ততি সম্পন্ন হয়েছে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষেধাজ্ঞা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ