Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরও ৭ চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ৪:৩৪ পিএম

সম্প্রতি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় আরও ৭টি চীনা কোম্পানিকে যুক্তরাষ্ট্র তার রপ্তানি নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছে।

এ প্রসঙ্গে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল (বৃহস্পতিবার) বলেন, যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে ভুল সিদ্ধান্ত বাতিল করা এবং চীন এর দৃঢ় প্রতিবাদ জানায়।

চীনা মুখপাত্র বলেন, মার্কিন সরকারের এ আচরণ গুরুতরভাবে চীন ও মার্কিন শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক আদান-প্রদানের জন্য ক্ষতিকর। এটি বাজার শৃঙ্খলা ও আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক শৃঙ্খলা লঙ্ঘন করেছে। তা বিশ্বের শিল্প চেইনের স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে এ ভুল সিদ্ধান্ত থেকে সরে আসা এবং চীনও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চীনা শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থার বৈধ অধিকার নিশ্চিত করবে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষেধাজ্ঞা জারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ