Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে চিপ তৈরির সরঞ্জাম রফতানির ওপর বাড়ছে মার্কিন নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাইডেন প্রশাসন আগামী মাসে চীনে প্রযুক্তি সংক্রান্ত চালানের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনা করেছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চিপ তৈরিতে ব্যবহৃত সেমিকন্ডাক্টর নিয়ে এই পদক্ষেপ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার বিষয়ে নতুন নীতি প্রণয়ন করছে মার্কিন বাণিজ্য দপ্তর। বছরের শুরুতে তারা বড় তিন প্রতিষ্ঠানকে এ বিষয়ে চিঠি দেয়। এর ভিত্তিতেই নতুন নীতি তৈরি করছে। কোম্পানি তিনটি হলো কেএলএ কর্পোরেশন, লাম রিসার্চ কর্পোরেশন ও অ্যাপ্লায়েড ম্যাটারিয়ালস ইনকর্পোরেটেড।তখন বলা হয়, বাণিজ্য বিভাগের লাইসেন্স না পেলে কোম্পনিগুলো যেন চীনে চিপ তৈরির সরঞ্জাম রফতানি না করে। এ ছাড়া গত মাসে চিপ প্রস্তুতকারী এনভিডিয়া করপোরেশন ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) উপর রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। নতুন এই নীতিতে সেই নিষেধাজ্ঞাকেও পুনর্গঠন করা হবে। এমন নির্দেশনা পাবার কথা স্বীকার করেছে কোম্পানির পক্ষ থেকেই। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে চিপ তৈরির সরঞ্জাম রফতানির ওপর বাড়ছে মার্কিন নিষেধাজ্ঞা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ