Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে আগুনে গোডাউনসহ ১৭ দোকান পুড়ে ছাই, পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৭ পিএম

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ১৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে ২ কোটি টাকার সম্পদহানি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার। সীতাকুণ্ড পৌর সদরে অবস্থিত সরকারি আদর্শ হাই স্কুল গেটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ (২৬ ফেব্রুয়ারি)রবিবার সকাল সাড়ে ৭টার টার দিকে সীতাকুণ্ড হাইস্কুল গেট সংলগ্ন এলাকায় দোকানে হঠাৎ আগুন লেগে যায়। এতে মহুর্তের মধ্যে আশপাশের দোকান গুলোতেও ছড়িয়ে পড়ে। এতেকরে ১১টি দোকান ও ৬ টি গোডাউনসহ ১৭টি দোকান পুড়ে ছাইহয়ে যায়। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে সকাল ৮টার পর সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার বলেন, সকালে বিশ্বজিতের মালিকানাধীন ফোমের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে।এতে মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে লেপ তোষকের দোকান ও গোডাউন, লাইব্রেরী, হার্ডওয়ার, খাওয়ার হোটেলসহ গোডাউনসহ মোট ১৭টি দোকান পুড়ে ছাইহয়ে যায়।এদিকে ক্ষতিগ্রস্ত নুরুল আলম ও রইসউদ্দিনের মালিকানাধীন সমতা স্টোরের রইসউদ্দিন বলেন আগুনে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।অপরদিকে লেপ তোষকের দোকানের মালিক কামরুল হোসেন বলেন মহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাইহয়ে গেছে। দোকান থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। এতে তার গোডাউনসহ ৫টি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হলেও কলেজ রোডের প্রবেশ মুখে থাকা মেলা কমিটির গেট এর কারণে ঘটনাস্থলে প্রবেশ করতে তখন পারছিলনা ফায়ার সার্ভিস সদস্যরা । তারা দীর্ঘক্ষণ আটকা থাকার পর মেলার গেট সরিয়ে তারপর ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশপাশের দোকানপাট রক্ষা পেলেও দুই আগুনে পুড়ে ছাই হয়েছে ১৭ টি দোকান ও গোডাউনে থাকা মালামাল । এদিকে ক্ষতিগ্রস্থ স্টার লাইব্রেরির সত্ত্বাধিকারী অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ জানান, পারিবারিক সঞ্চয়ের টাকাসহ অবসর নেওয়ার পর প্রায় ২০ লাখ টাকা লাইব্রেরীতে ইনভেস্ট করেছেন। কিন্তু মুহূর্তের আগুনে তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। উপরদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল বলেন, সকাল ৮টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলের প্রবেশ মুখে শিব চতুর্দশী মেলার একটি গেটের কারনে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে আমাদের। তারপর ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন।এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লা আল বাকের ভূইয়াসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী ঘটনাস্থলের ছুটে আসেন।এদিকে স্থানীয় কাউন্সিলর দিদারুল আলম এ্যাপলো বলেন অগ্নিকাণ্ডে ৬টি গোডাউন ও ১১টি দোকান পুড়ে অন্তত ২ কোটি টাকার সম্পদহানির ঘটনা ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ