নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ২০১৪’র অক্টোবর থেকে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে অন্য এক দলে পরিণত বাংলাদেশ। টানা ৬টি ওয়ানডে সিরিজের ট্রফি জিতে থেমেছে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে। ওয়ানডে ক্রিকেটে পরাশক্তিদের কাঁপিয়ে দেয়া বাংলাদেশ দল নিউজিল্যান্ডের মাটিতে অতীতে কখনো পায়নি জয়ের স্বাদ, সে কারণেই নতুন ইতিহাস রচনার মিশনে এবার বাংলাদেশ দল নিউজিল্যান্ডে। দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ২টি সিরিজের ট্রফি জয় থেকে টনিক নিয়েও সিরিজের প্রথম ম্যাচে করেছে বাংলাদেশ দল হতাশ। বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ৩৪১/৭ স্কোরের ম্যাচে ৭৭ রানে জিতে কিউইরা শুরু করেছে ওয়ানডে সিরিজ। তবে হেগলি ওভালের বাজে ফিল্ডিং, বোলিং, ব্যাটিংয়ের অপবাদ কাটিয়ে আজ বাংলাদেশ মুখোমুখি হচ্ছে এমন একটি ভেন্যুতে, যে নেলসনে ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ চেজ করে ১১ বল হাতে রেখে ৬ উইকেটে জয়ের অতীত আছে বাংলাদেশ দলের। সেই অতীত থেকেই আজ সিরিজে ফেরার প্রেরণা পাচ্ছে বাংলাদেশ দল।
সিরিজে ফেরার ম্যাচে বাংলাদেশ দলের অন্যতম সেরা ২ অস্ত্র নেইÑ ইনজুরিতে ছিটকে পড়েছেন মুশফিক, বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজুরকে। তবে মাশরাফিদের শরীরি ভাষায় দারুণ আত্মবিশ্বাসী দলকে দেখছেন কোচ হাতুরুসিংহেÑ ‘মুশফিককে হারিয়েও ছেলেরা আত্মবিশ্বাসী। টিম মিটিংয়ে দেখেছি, ছেলেরা আগের ম্যাচের চেয়েও এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। গত ম্যাচে হেরে গেলেও ওই ম্যাচ থেকে বিশ্বাস জোগাচ্ছে ছেলেদের।’
নেলসনের সাক্সট ওভালে সর্বোচ্চ স্কোর বাংলাদেশের। সেই অতীত থেকেই টনিক নিতে চান হেড কোচ হাতুরুসিংহেÑ ‘এখানে সর্বশেষ ম্যাচে আমরা ভালো করেছি। সেই ম্যাচের বেশিরভাগ ক্রিকেটার এই ম্যাচে খেলছে। ওই স্মৃতি অবশ্যই বাড়তি প্রেরণা জোগাবে।’ আজ জিতলে ওয়ানডে সিরিজ বাঁচিয়ে রাখবে বাংলাদেশ দল, হেরে গেলে সিরিজ নিশ্চিত করবে নিউজিল্যান্ড। ভারতের কাছে ৩-২ এবং অস্ট্রেলিয়ার কাছে ৩-০ তে ওয়ানডে সিরিজ হেরে বছরের শেষ ওয়ানডে সিরিজের ট্রফি জিততে তাই ছক এঁকেছে নিউজিল্যান্ড দল। সিরিজের প্রথম ম্যাচে ১৪৭,১৪৮ কিলোমিটার গতিতে বোলিংয়ের সঙ্গে শর্ট ডেলিভারীতে বাংলাদেশ ব্যাটসম্যানদের পর্যুদস্ত করায় সাহসে বলীয়ান পেসার ফার্গুসন বাংলাদেশ ব্যাটসম্যানদের দুর্বলতম দিক চিহ্নিত করতে পেরেছেনÑ ‘এক্সট্রা পেস ও বাউন্সে অভ্যস্তনয় বাংলাদেশ। এই দুর্বলতা কাজে লাগিয়ে সফরকারীদের শাসন করা সম্ভব। পরের ম্যাচেও এটা প্রয়োগ করতে চাই।’
গত বছর দক্ষিণ আফ্রিকার কাছে ০-১ এ পিছিয়ে পড়ে ২-১ এ সিরিজ জেতার অতীত আছে বাংলাদেশের। সে কারণেই সিরিজের প্রথম ম্যাচের ভুল-ক্রটি শুধরে সিরিজে ফেরার স্বপ্ন দেখছেন কোচ হাতুরুসিংহে- ‘যদি কোন আশা না থাকতো, তাহলে এখানে আসতাম না। এই ম্যাচে ভাল করার ব্যাপারে আমি আশরাবাদী। আশা করছি এখানে আমাদের ব্যাটসম্যানরা রান পাবে।’ নেলসনের সাক্সটন ওভালে হারেনি কখনো নিউজিল্যন্ড। ৩ ম্যাচের ২টিতে জিতেছে, অন্যটি ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। জানেন, এই মাঠে ৩শ’ স্কোরের অতীত নেই নিউজিল্যান্ডের। সেখানে এই ভেন্যুতে সর্বোচ্চ স্কোরের রেকর্ড (৩২২/৪) কিন্তু বাংলাদেশ দলের। এই অতীত থেকে প্রেরণা পেতে পারে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হেলগি ওভালের মাঠটি থেকে আয়তনে বড় নেলসনে চেনা পরিবেশ থেকেও নিতে পারে বাংলাদেশ বুকভরা নিশ্বাস। ক্রাইস্টচার্চের হেগলি ওভালের উইকেটের সঙ্গে নেলসনের সাক্সটন ওভালের উইকেটের মিল নেই, তা মনে করছেন কিউই টপ অর্ডার নেইল ব্রুমÑ ‘দারুণ মাঠ এটি, এটা একটা শ্লো উইকেট। আশা করছি এখানে আমি রান পাব।’ প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাস সঞ্চয় করে আজই সিরিজ নিশ্চিত করতে চান ব্রুমÑ ‘নিজেদের মাঠে আমরা অনেক আত্মবিশ্বাসী। যেভাবে পারফর্ম করছি, তা থেকে এই ম্যাচে অনেক আত্মবিশ্বাসী থাকব আমরা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।