পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সিরিয়াভিত্তিক সশস্ত্র জিহাদি সংগঠন আইএসকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সমর্থন দিচ্ছে এবং এ বিষয়ে তার কাছে উপযুক্ত প্রমাণ আছে। তিনি আরো অভিযোগ করেন যে, মার্কিন নেতৃত্বাধীন জোট কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজে-কেও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। রাজধানী আঙ্কারায় গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি আরো বলেন, আইএসকে সমর্থন দেয়ার জন্য তারা আমাদেরকে দায়ী করছিল, কিন্তু তারাই এখন আইএস এবং ওয়াইপিজে গেরিলাদেরকে সমর্থন দিচ্ছে। এটা খুবই পরিষ্কার বিষয়, আমাদের কাছে এ বিষয়ে ছবি এবং ভিডিও’র নিশ্চিত প্রমাণ আছে। এর আগে গত সোমবার এরদোগান আইএস ও কুর্দি গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সহযোগিতা দিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আল-বাব শহরে আমরা যে লড়াই করছি তাতে বিমান সহযোগিতা দিয়ে আন্তর্জাতিক জোটের দায়িত্ব পালন করা উচিত। এছাড়া, এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রয়োজনীয় সমর্থন না দেয়া গ্রহণযোগ্য নয়। অপর এক খবরে বলা হয়, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক যুক্তরাষ্ট্র- আঙ্কারার এ ধরনের দাবি হাস্যকর বলে অভিহিত করেছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের এ দাবি প্রত্যাখ্যান করে প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। এটি হাস্যকর দাবি। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় দাবি করেন, আইএসে তৈরি করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু অনুসন্ধানী প্রতিবেদনে এ ধরনের দাবি করা হয়। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান দাবি করেন যে, তার কাছে শক্ত প্রমাণ আছে, আইএসকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া কুর্দি যোদ্ধাদের ওয়াইপিজে এবং ওয়াইপিডি বাহিনীকেও যুক্তরাষ্ট্র সমর্থন করছে বলে অভিযোগ আনেন তিনি। প্রসঙ্গত, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে আইএস যোদ্ধাদের বিতাড়িত করতে যুদ্ধ করছে তুর্কি বাহিনী। কয়েকটি অভিযানে সফলও হয়েছে তুরস্ক। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। কিন্তু তুরস্কের দাবি, ওই কুর্দি যোদ্ধারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে যুক্ত। পিকেকে দীর্ঘদিন তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের হাতে আইএস সৃষ্টি- এর আগেও অনেকে এমন দাবি করেছেন। এরদোগান বলেন, এতদিন যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছিল, তুরস্ক দায়েশকে সাহায্য করছে। আইএসের আরেক নাম দায়েশ। এরপর এরদোগান বলেন, এখন দায়েশ, ওয়াইপিজে, পিওয়াইডিসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। পার্সটুডে, এপি, সিএনএন, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।