পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্কের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সব বাধা অতিক্রমণ করেছেন। যে কোনো মূল্যে সন্ত্রাসের মূল শেকড় উৎপাটন করা হবে। রাজধানী আঙ্কারায় তুর্কি কনফেডারেশন অব এমপ্লয়ার অ্যাসোসিয়েশনের (টিআইএসকে) সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমাদের অবস্থা স্পষ্ট করেছ। তুরস্কের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সব বাধা অতিক্রম করা হয়েছে। তুরস্ক ইতোমধ্যে সন্ত্রাসবাদের অবসান ঘটিয়েছে জানিয়ে আইন আল-আরব অঞ্চলে আঙ্কারার সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার সমালোচনাকারীদের সমালোচনা করেন। তিনি বলেন, কোবানিতে ইতোমধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্পন্ন হয়েছে। সেখানে সন্ত্রাসের পরাজয় ঘটেছে। এর পর ইদলিবে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি। তিনি তুরস্কের বন্ধু বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, যেন আমরা আমাদের বেঁচে থাকার জন্য হুমকির সম্মুখীন না হই, তার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে সব কিছু করব। তিনি বলেন, তুরস্কে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ থেকে আমাদের সতর্ক হতে হবে। এরদোগান বলেন, আমাদের ভাগ্য আর কারও হাতে নেই। এখন আমাদের জাতি আমাদের ভাগ্য নির্ধারণ করে। অপর এক খবরে বলা হয়, নভেম্বরে তুরস্কের বার্ষিক মূল্যস্ফীতি কিছুটা ধীর হয়েছে। এক বছরেরও বেশি সময় পর দেশটির মূল্যস্ফীতির গতি কিছুটা ধীর হলো। টার্কিশ স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, গত মাসে ভোক্তা মূল্য সূচক এক বছর আগের তুলনায় ৮৪ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। এ হার অক্টোবরের ৮৫ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধির তুলনায় কিছুটা ধীর। নভেম্বরে মাসভিত্তিক মূল্যস্ফীতি ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। এ হার অক্টোবরের ৩ দশমিক ৫১ শতাংশের তুলনায় ধীর। আনাদোলু, এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।