Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাখমুতে তীব্র লড়াই, রাশিয়ার হামলায় ৫ ইউক্রেনী সেনা নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১০ পিএম

ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত বাখমুত শহরে রাশিয়ার হামলায় ইউক্রেনের ৫ সেনা প্রাণ হারিয়েছেন। এ হামলায় আরও ৯ জন আহত হয়েছেন। ইউক্রেনের এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। খবর সিএএনের।

বৃহস্পতিবার দেশটির ওই কর্মকর্তা বলেন, বাখমুত শহরে রুশ হামলায় নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি ভবন।
দোনেৎস্ক অঞ্চলের প্রসিকিউটরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিহতদের বয়স ৩২ থেকে ৬৬-এর মধ্যে। বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার এ হামলায় বাখমুত শহরের বেশ কয়েকটি ভবনও ধসে গেছে।

রাশিয়ার গোলাবর্ষণের কারণে ইউক্রেনের বাখমুত ছাড়তে নির্দেশ দিয়েছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক।

এ বিষয়ে টেলিগ্রামে তিনি বলেন, এখনো বাখমুতে প্রায় ৬ হাজার মানুষ রয়েছে, যা রীতিমতো অবাক করার মতো। তিনি বলেন, এখনো যারা বাখমুতে অবস্থান করছেন তারা ঝুঁকিতে আছেন।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ইউক্রেনের বাখমুত শহর দখলের জন্য অদম্য লড়াই করছে রাশিয়া। তবে ইউক্রেন কোনোভাবেই এটি রাশিয়ার কবলে ছেড়ে দিতে নারাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ