Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ার কুমারখালিতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তায় গাছ ফেলে ট্রাক ও মাইক্রোসহ কয়েকটি গাড়িতে দুর্ধষ্য ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাতাকরা গাড়ি ভাঙচুরসহ নগদ টাকা, মোবাইল লুট করে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কুমারখালি রেলক্রসিং এবং ইটভাটার সন্নিকটে জিলাপিতলা নামকস্থানে।
ডাকাতির শিকার হাইচ চালক হাসান বলেন, আমি ঢাকা থেকে কুষ্টিয়া ফেরার পথে উক্তস্থানে পৌঁছালে দেখতে পায় রাস্তার পাশের একটি বড় গাছ কেটে রাস্তা বেরিগেট দিয়ে কয়েকটি গাড়িতে ডাকাতি হচ্ছে। আমি বুঝতে পেরে আমার গাড়ি ঘোরানোর চেষ্টা করলে কয়েকজন ডাকাত অস্ত্রহাতে এসে আমাকে ঘিরে ধরে। এ সময় আমাকে গাড়ি থেকে নামিয়ে আমার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয়। এভাবে এক এক করে কয়েকটি মাইক্রো ও ট্রাকে ডাকাতি করে ডাকাতদল এবং ভাঙচুর করে।
এ সময় সামনে রেল গেটে টহলরত পুলিশের গাড়ি দেখতে পেয়ে ডাকাতির শিকার কয়েকজন লোক দৌড়ে গিয়ে পুলিশকে বিষয়টি জানালেও পুলিশ কোন গুরুত্ব দেয়নি বলে তারা জানান। যখন ডাকাতি শেষ তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে বলে কিছুক্ষণ আগেই আমরা এখান থেকে ডিউটি করে গেলাম। পুলিশ ডাকাতের পিছনে ধাওয়া না করে গাছ কাটা হয়েছে কোন করাত দিয়ে সেটা খুজতেই ব্যস্ত হয়ে পড়ে। ইচ্ছা করলেই পুলিশ ডাকাতদের ধরতে পারতো বলে ক্ষোভ করে বলেন গাড়ি চালকরা।
এ বিষয়ে কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এর সরকারি মোবাইল ফোনে করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান কর্তব্যরত এক পুলিশ কনন্সটেবল এবং তিনি এই ডাকাতির খবর জানেন না বলেও জানান। মাঝে মাঝে পুলিশের উদাসিনতায় উক্ত স্থানে এ রকম ডাকাতি হয় বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ