Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম টেস্টেই ফিরছেন টেলর!

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট চলাকালেই ডান চোখে সমস্যা অনুভব করেন নিউজিল্যান্ডের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান রস টেলর। এরপর দু’জন স্পেশালিস্টের স্মরণাপন্ন হন তিনি। ডাক্তাররা তার চোখের সমস্যা ধরিয়ে দিলেও সিদ্ধান্ত নেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন। হ্যামিল্টনের ওই টেস্টের দ্বিতীয় ইনিংসেই হাঁকান অসাধারণ এক সেঞ্চুরি। এরপর তার অনুপস্থিতিতে চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ড।
হ্যামিল্টন টেস্টের পরই ডান চোখে অস্ত্রোপচার করান। যে কারণে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় রস টেলরকে। একই কারণে তাকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াডে রাখতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট। তবে, নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশের মধ্য দিয়ে আবারো মাঠে ফিরছেন রস টেলর। শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম টেস্টেও খেলবেন বলে জানিয়ে দিয়েছেন।
২০০৭ সালে টেস্ট অভিষেক হওয়া রস টেলর নিউজিল্যান্ডের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। এখনও পর্যন্ত ৭৮টি টেস্ট খেলে ৪৬.৭০ গড়ে তিনি রান করেছেন ৫৮৩৮। সেঞ্চুরি ১৬টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ২৫টি। ডাবল সেঞ্চুরি রয়েছে দুটি। সর্বোচ্চ রান ২৯০। এমন একজন ব্যাটসম্যান অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। আমাদের বোলারদের জন্য তাকে মোকাবেলা করা হবে অনেক কঠিন। রস টেলরের না থাকাটা অবশ্যই ছিল স্বস্তির; কিন্তু চোখের অপারেশন করার পর সেরে উঠে তিনি আবার ফিরছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ