Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে চলছে অরাজকতার রাজনীতি জাপা মহাসচিব

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি কোন হিংসাত্মক রাজনীতি করে না। প্রতিহিংসা বা অরাজকতার রাজনীতি কখনও দেশ বা জনগণের মঙ্গল বয়ে আনে না। বরং এগুলো যারা করে তারা গণধিকৃত হয়। এরশাদ এই রাজনীতিতে বিশ্বাস করে না বিধায় শত বাধা-বিপত্তি সত্তে¡ও দেশের রাজনীতিতে জনপ্রিয় ব্যক্তি হিসেবে এখনও শক্তিশালী অবস্থান ধরে রেখেছেন। গতকাল জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সোহওয়ার্দী উদ্যানে দলের ১ জানুয়ারির মহাসমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে ঘুমাতে চায়, নিরাপত্তা চায়। ভাত-কাপড়ের অধিকার চায়। কিন্তু বিগত দুই যুগ ধরে সরকারগুলো এই চাহিদা মিটাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণের স্বার্থ রক্ষায় কোনো আন্দোলনে তাদের দেখা যায় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাসচিব

১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ