মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রভাবশালী বোহরা মুসলিমদের ঘনিষ্ঠ হতে চাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি তিনি দাউদি বোহরা মুসলিম সম্প্রদায়ের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ‘আল-জামিয়া-তুস-সাইফিয়াহ আরবি অ্যাকাডেমি’-এর মুম্বাই ক্যাম্পাসের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে নয়, পরিবারের একজন হয়ে এখানে এসেছি।’
ভারতে মুম্বাই মহানগরীর প্রভাবশালী ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে অন্যতম হলেন দাউদি বোহরা মুসলিমরা। মুম্বাইয়ে ওই সম্প্রদায়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী। সামনেই মুম্বাইয়ে পৌরসভা ভোট। তার আগে মোদির এই সফরের তাৎপর্য ভিন্ন। তিনি মূলত ওই মুসলিম সম্প্রদায়কে তুষ্ট করতে চাচ্ছেন।
মোদিকে দেখা যায় বোহরা মুসলিম সম্প্রদায়ের প্রধান সৈয়দনা মুফাদ্দল সাইফুদ্দিনের হাত ধরে গোটা ক্যাম্পাস পরিদর্শন করতে। এ সময় মোদি বলেন, ‘‘সৈয়দনা সাহেবের পরিবারের চার প্রজন্মকে আমি চিনি। আমি এখানে এসেছি পরিবারেই একজন হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে নয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শেষ করে আপনারা ১৫০ বছরের স্বপ্ন পূরণ করেছেন।’’
ভারতে বোহরা মুসলিমদের সম্মিলিত জনসংখ্যা ১০ থেকে ১২ লাখ। যা ভারতে মোট মুসলিম জনসংখ্যার ১০ শতাংশ। গুজরাট এবং মহারাষ্ট্রের মুম্বাইয়ে এই সম্প্রদায়ের আর্থিক প্রগতি চোখে পড়ার মতো। অনেকেই মনে করেন, মুম্বাইয়ের ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম এই সম্প্রদায়ের প্রতিনিধিরাই। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই মোদির সঙ্গে এই বোহরা মুসলিমদের সম্পর্ক অত্যন্ত মধুর। প্রধানমন্ত্রী হওয়ার পরে তা আরও পোক্ত হয়েছে। ভারতের সবচেয়ে ধনী পৌরসভা ‘মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন’ (বিএমসি)-এর ভোটের ঠিক আগে মোদির এই সফরের রাজনৈতিক তাৎপর্য বিপুল।
সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।