গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম হৃদয় খান। তার বাবার নাম টানু খান এবং বাড়ি কেরানীগঞ্জের জিনজিরা ইমামবাড়ি বলে জানা গেছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের লালন শাহ চত্বর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম-পরিচয় জানা যায়।
তিনি আরও জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে, ওই যুবক মাদকাসক্ত। গাঁজা সেবন করতেন। থাকতেন উদ্যানের ভেতরেই। রাতের কোনো এক সময়ে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। সকালেলাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিবারের কোনো খোঁজ পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।