Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতনের অর্থ দিয়ে তুরস্কের পাশে দাঁড়ালেন তাইওয়ানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ২:০৫ পিএম

ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্কের পাছে দাঁড়িয়েছে বহু দেশ। মানবিক সাহায্যের পাশাপাশি উদ্ধারকারী দলও পাঠিয়েছে অনেকে। তবে এবার ব্যক্তিগতভাবে পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। বেতনের অর্থ দিয়ে তারা তুরস্কের পাশে দাঁড়ানোর কথা বলেছেন।

তাইওয়ানের প্রেসিডেন্ট ভবন এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট সাই-ইয়াং ওয়েন এবং ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই তাদের মাসিক বেতনের অর্থ দিয়ে তুরস্কের পাশে দাঁড়াতে চান। এরইমধ্যে তুরস্কের জন্য অন্যান্য সাহায্য পাঠানো হয়েছে।

আগামী বছর তাইওয়ানে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে প্রত্যাশী সাই এবং লাই তুরস্ক দ্রুত পুনর্গঠন হোক এমন প্রত্যাশা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে সব মিলিয়ে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইওয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ