Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান বাহিনীর মহড়া চালালো তাইওয়ান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ১০:৩৮ পিএম

তাইওয়ানের বিমান বাহিনী যুদ্ধকালীন সামরিক মহড়া চালিয়েছে। চীনের সঙ্গে যখন স্ব-শাসিত তাইওয়ান দ্বীপের প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে তখন এই মহড়া চালালো তাইপে।

আজ (বুধবার) দক্ষিণাঞ্চলীয় চিয়ায়ি শহরের বিমান ঘাঁটিতে তিনদিনের মহড়া শুরু হয়। প্রথম দিনের মহড়ায় যুদ্ধ পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়। চলতি মাসের শেষের দিকে তাইওয়ানে চান্দ্র নতুন বছর উপলক্ষে ছুটি শুরু হবে। তার আগ মুহূর্তে তাইওয়ানের বিমান বাহিনী তাদের ক্ষমতা দেখানোর মহড়া চালাচ্ছে।

মহড়ায় যুদ্ধ পরিস্থিতি ফুটিয়ে তোলা হয় এবং সাইরেন বাজানোর সাথে সাথে ফ্লাইট ক্রুরা মার্কিন নির্মিত এফ-সিক্সটিন জঙ্গি বিমান নিয়ে আকাশে ওড়ে।

গত অক্টোবর মাসে তাইওয়ানের স্বঘোষিত এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে চীনের ১৫০টি বিমান প্রবেশ করেছিল। ওই ঘটনাকে সামনে রেখে আজকের মহড়ায় শত্রুর বিমান মোকাবেলার অনুশীলন করা হয়।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইওয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ