মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়া ও তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের একটি আরবীয় বর্ণবৈষম্য বিরোধী কমিশন ওয়াশিংটনকে দ্রুত সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে। যাতে সিরিয়াকে সহায়তা দেয়া যায়।
তবে যুক্তরাষ্ট্র বলেছে, তারা সরাসরি সিরীয় সরকারের সঙ্গে যোগাযোগ করবে না।
এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, সিরিয়ায় বহু বছর যুদ্ধের পর এখন ভয়াবহ ভূমিকম্প আঘাত করেছে। দেশটি গুরুতর মানবিক সংকটের মুখে পড়েছে। তবে, যুক্তরাষ্ট্র দীর্ঘসময় ধরে সিরিয়া সংকটে সামরিক হস্তক্ষেপ করে আসছে। এতে ব্যাপক সিরীয় মানুষ হতাহত হয়েছে; মানুষের জীবনের মৌলিক নিশ্চয়তা নষ্ট হয়েছে।
মুখপাত্র বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের উচিত ভৌগোলিক রাজনীতি থেকে বের হয়ে দ্রুত সিরিয়ার ওপর থেকে একতরফা নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যাতে মানবিক সহায়তা কাজে সুবিধা দেয়া যায়। সূত্র: সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।