Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজেয়াপ্ত করা রাশিয়ান অর্থ ব্যয় হবে ইউক্রেনের পুনর্গঠনে : যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১৩ পিএম

রুশ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জব্দ করা বিপুল অর্থ যাবে ইউক্রেনে। এরই মধ্যে প্রথম দফার অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি প্রতিষ্ঠান থেকেই বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ প্রায় ৫৪ লাখ ডলার। এসব অর্থই পর্যায়ক্রমে ব্যয় হবে বিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ইউক্রেনকে সহায়তার জন্য জব্দ করা রুশ অর্থ ব্যবহার শুরু করতে শুক্রবার এই অনুমোদন দেন। খবর সিএনএনের।
ওয়াশিংটনে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের সঙ্গে বৈঠকের সময় গারল্যান্ড এ ঘোষণা দেন। তিনি বলেন, ইউক্রেনে ব্যবহারের জন্য বাজেয়াপ্ত করা রাশিয়ান সম্পদের প্রথম দফা স্থানান্তর অনুমোদন করা হয়েছে।
গত বছর ইউএস ট্রেজারি মালোফেয়েভের নেতৃত্বে অন্তত ৪০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের একটি নেটওয়ার্ককে কালো তালিকাভুক্ত করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ