Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কার বকেয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়েছে চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১০ পিএম

শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানা, স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের চাপ কমাতে সাহায্য করার লক্ষ্যে, চীন ২০২২ ও ২০২৩ সালে শ্রীলঙ্কার বকেয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়েছে।

মুখপাত্র বলেন, চীনের রপ্তানি-আমদানি ব্যাংক, একটি দ্বিপাক্ষিক সরকারি পাওনাদার হিসেবে, শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কাছে সম্প্রতি একটি নথি পাঠিয়েছে, যাতে বকেয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর কথা আছে। এই সময় দেশটিকে চীনের রপ্তানি-আমদানি ব্যাংকের ঋণের মূল ও সুদ পরিশোধ করতে হবে না।

মুখপাত্র আরও বলেন, সুপ্রতিবেশী দেশ ও আন্তরিক বন্ধু হিসেবে চীন নিজের ক্ষমতার মধ্যে শ্রীলংকার অর্থনীতি ও সমাজের উন্নয়নে সাহায্য দেয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

চীন দেশটির অন্যান্য পাওনাদারকেও একই ধরনের সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানায়। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ