মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ধর্ম বিশ্বাসের স্বাধীনতায় বিশ্বাস ও একে সম্মান করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি আচরণ। মুসলমানদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকেও সম্মান করতে হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। সম্প্রতি সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআনের কপি পোড়ানো প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
মুখপাত্র বলেন, এমন ঘটনা প্রমাণ করে যে, কোনো কোনো পাশ্চাত্য রাজনীতিবিদ ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন না, ধর্মীয় অনুভূতিকে সম্মানও করেন না। তাদের আচরণে শুধু ভণ্ডামিই প্রকাশ পায়।
তিনি আরও বলেন, চীন বরাবরই ইসলামসহ বিভিন্ন ধর্মের অনুসারীদের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করে আসছে। ভবিষ্যতে চীন মুসলিম বিশ্বের সঙ্গে সভ্যতার-সংলাপের উদ্যোগ নেবে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।