মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি দু'দিনের সফরে আজ রোববার মস্কো যাচ্ছেন। এক সপ্তাহ আগে রাশিয়া থেকে অপরিশোধিত তেল এবং তেলজাত সামগ্রী আমদানি নিয়ে সমঝোতা হওয়ার প্রেক্ষাপটে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকাল সোমবার দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিক বৈঠক করবেন।
ইউক্রেনে রুশ সামরিক অভিযান এবং পাশ্চাত্যের প্রতিক্রিয়ার মধ্যে এই সফর হওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মাধ্যমে দু'দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। তাদের আলোচনায় আফগানিস্তানের অবনতিশীল অবস্থাও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দফতর সুইডেন, নেদারল্যান্ডসের মতো ইউরোপিয়ান দেশগুলোতে ইসলামোফোবিয়া অব্যাহত থাকার নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র দফতর একে নির্বোধ, বর্ণবাদী ও খুবই আক্রমণাত্মক ঘটনা হিসেবে অভিহিত করে।সূত্র : দি নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।